আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর বিদেশি সেনাদের হাত থেকে মুক্ত হলো আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট কাবুল ছাড়ার পর আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে তালেবান।
সোমবার গভীর রাতে আমেরিকা বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই তা পুরোপুরি দখলে চলে যায় তালেবানের হাতে। এরপর আলোচনায় চলে আসে তালেবানের বিশেষ বাহিনী ‘বদরি-৩১৩’। বলা হচ্ছে, মার্কিন এলিট ফোর্সের আদলে গড়ে তোলা এ বাহিনীর হাতেই এখন কাবুলের নিরাপত্তাভার।
আমেরিকা চলে যাওয়ার পর ‘বদরি-৩১৩’র পরনে বুলেটপ্রুফ ভেস্ট, মাথায় ব্যালিস্টিক হেলমেট, হেলমেটে নাইট ভিশন ক্যামেরা আর অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে কাবুল বিমানবন্দরে প্রবেশ করে এই বিশেষ কমান্ডো ইউনিট।
সড়ক কিংবা বিমানবন্দরে এখন পাহাড়ায় রয়েছে তালেবানের এই বিশেষ কমান্ডো ইউনিট। ঐতিহাসিক বদর যুদ্ধে মাত্র ৩১৩ সেনা নিয়ে মক্কা অভিযানের চেতনায় নামকরণ এ বাহিনীর। অনেক বেশি দুর্ধর্ষ এ বাহিনীর সদস্যরা। মার্কিন এলিট ফোর্সের আদলে গড়ে তোলা হয়েছে এদের।
তালেবানের সহপ্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ছেলে বাদরুদ্দীন হাক্কানি এ বাহিনীর প্রতিষ্ঠাতা। মার্কিন ড্রোন হামলায় ২০১২ সালে নিহত হন তিনি। বর্তমানে এ বাহিনীর আনুমানিক সদস্য ৫ হাজার।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা চলে গেছে। এখন দেখার বিষয় আইএসের মতো জঙ্গিদের মোকাবিলা ও দেশটির নিরাপত্তায় বদরি-৩১৩সহ তালেবান যোদ্ধারা কতটা সফল হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন