পানশির তালেবানের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি অস্বীকার করেছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। এই সংগঠনের যোদ্ধারা তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।
তালেবানের দাবি সম্পর্কে এনআরএফের মুখপাত্র আলি মাইসাম এমনটাই দাবি করেছেন। তিনি জানান, ‘এটা সত্য নয়, তালেবান পাঞ্জশির দখল করতে পারেনি। আমি তালেবানের দাবি প্রত্যাখ্যান করছি।’
এদিকে, পানশির নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করার পর এবার তারা প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমেদ মাসুদের বাড়িরও দখলে নেয়ার দাবি করেছে তালেবানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে মাসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন তালেবান যোদ্ধা।
তবে স্থানীয়দের বরাত দিয়ে কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পানশিরের একটি গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন আমরুল্লাহ সালেহ ও আহমেদ মাসুদ।
বিডি-প্রতিদিন/শফিক