মহাকাশে ৯০ দিন অবস্থানের পর চীনের তিন নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়ে মহাকাশে নভোচারীদের নিয়ে দেশটির সবচেয়ে দীর্ঘ সময়ের অভিযান শেষ হয়েছে।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন নভোচারীরা।
মহাকাশে চীনের স্পেস স্টেশনের তিয়ানহে মডিউলে ৯০ দিন অবস্থান করেন নভোচারী নি হাইসেং, লিউ বোমিং ও ত্যাং হনবো। গতকাল তারা সেখান থেকে শেনঝউ-১২ মহাকাশযানে করে পৃথিবীর উদ্দেশে রওয়ানা দেন।
মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে তথ্য পাঠানো, কয়েক ঘণ্টা মহাকাশে হাঁটাসহ বিভিন্ন কাজ করেছেন তিন মহাকাশচারী।
এর আগে গত ১৭ জুন ওই তিন নভোচারী পৃথিবী ছাড়েন। এরপর থেকে তারা ভূপৃষ্ঠের ৩৮০ কিলোমিটার উচ্চতায় চীনের মহাকাশ কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানে তারা নানা পরীক্ষা-নিরীক্ষা চালান।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রকল্প থেকে সরে গিয়ে চীন পৃথকভাবে মহাকাশ প্রকল্প গ্রহণ করে। ২০১৯ সালে দেশটি প্রথম চাঁদের অপরপৃষ্ঠে মনুষ্যবিহীন যান পাঠায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন