ইরানের পরমাণু কর্মসূচি এবং অন্যান্য আঞ্চলিক নিরাপত্তাজনিত বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আগামী ২২ অক্টোবর পুতিনের আমন্ত্রণে রাশিয়ার সোচিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেতের দফতরের এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০১৫ সালে ইরান বিশ্বের ছয়টি পরাশক্তির সাথে তার পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে আসতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া, অর্থাৎ পি ফাইভ প্লাস ওয়ান নামে পরিচিত পরাশক্তিগুলি ছিল এই চুক্তির অংশীদার।
চুক্তির পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে সরে আসে ইরান। চুক্তির শর্ত অনুযায়ী ইরান সংবেদনশীল পরমাণু কর্মকাণ্ড সীমিত করতে রাজি হয় এবং দেশটির বিরুদ্ধে আনা অর্থনৈতিক অবরোধ তুলে নেবার শর্তে আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু কর্মকাণ্ড পরিদর্শনে অনুমতি দেয়।
তবে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। অন্যদিকে, ইসরায়েল বরাবরই চুক্তির বিরোধিতা করে আসছে। যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানও চুক্তি আর মানেনি।
পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি এই ছয় পরাশক্তির সাথে ইরানের আলোচনা গত এপ্রিল মাসে শুরু হয়েছে। চুক্তি কার্যকর করে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বদলে পরমাণু কার্যক্রম সীমিত করবে ইরান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন