মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সু চির বিরুদ্ধে এবার নির্বাচনে জালিয়াতির দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। জানা গেছে, নতুন এই অভিযোগে সু চিসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালের নির্বাচনে বেআইনি পথে জয় পেয়েছে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। বয়স্কদের জন্য আগাম ভোটের সুযোগ ব্যবহার করে, যারা ভোটার নয় তাদেরও দেয়া হয়েছে ব্যালট পেপার।
এর আগে, বড় ধরনের কারাদণ্ডের মুখোমুখি হন সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সিনিয়র দুই নেতা। গত ১০ নভেম্বর থান নাইং ও খিন মিয়ন্তকে মোট ১৬৫ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত।
বিডি-প্রতিদিন/শফিক