১৭ জানুয়ারি, ২০২২ ২২:২১

৪৫০০ বছরের পুরোনো হাইওয়ে সৌদিতে

অনলাইন ডেস্ক

৪৫০০ বছরের পুরোনো হাইওয়ে সৌদিতে

৪৫০০ বছরের পুরোনো হাইওয়ে সৌদিতে

প্রত্নতাত্ত্বিকরা সৌদি আরবে ৪,৫০০ বছরের পুরানো হাইওয়ে নেটওয়ার্ক আবিষ্কার করেছেন, যা সুসংরক্ষিত প্রাচীন সমাধিগুলোর সঙ্গে যুক্ত। 

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকরা কয়েক বছর ধরে একটি বিস্তৃত অনুসন্ধান চালান, যার মধ্যে হেলিকপ্টার দ্বারা পরিচালিত বায়বীয় জরিপ, স্থল জরিপ, খনন ও স্যাটেলাইট চিত্রের পরীক্ষাও ছিল। খবর সিএনএনের। 

গবেষণা প্রতিবেদনটি গত ডিসেম্বরে হলোসেন জার্নালে প্রকাশিত হয়। এতে ওই মহাসড়ককে ‘অন্ত্যেষ্টিক্রিয়ার সড়ক’ হিসেবে চিহ্নিত করেন গবেষকরা। সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে আল-উলা ও খাইবার এলাকার মধ্যে এর অবস্থান।

গবেষক ম্যাথু ডালটন সিএনএনকে বলেন, সৌদি আরবের ওই এলাকার মানুষ হাজার বছর ধরে পূর্বপুরুষদের কাছ থেকে পথটির বিষয়ে শুনে এসেছে। তবে এ বিষয়ে প্রামাণ্য দলিলপত্র ঘেঁটে এবারই প্রথম গবেষণা করা হয়েছে। জানা গেছে, ওই মহাসড়ক বিশাল এলাকাজুড়ে বিস্তৃত ছিল। অবাক করা বিষয় হলো, দেশটির ওই এলাকায় এখনকার অনেক আধুনিক সড়ক প্রাচীন ওই পথ অনুযায়ী নির্মাণ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 
 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর