ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র ডেলিভারি নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কির উপদেষ্টা।
এক টুইট বার্তায় মিখাইলো পদলিয়াক নামের এই কর্মকর্তা বলেন, ইউক্রেন ইইউর কাছে যে অস্ত্র চেয়েছিল তা এখনো পায়নি। অস্ত্র পৌঁছাতে দীর্ঘ সময় লাগছে উল্লেখ করে হতাশা প্রকাশ করেন তিনি।
অস্ত্র না পাঠালে গণতন্ত্র বিজয়ী হবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের অস্ত্র প্রয়োজন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করেন। এই সামরিক সহায়তার মধ্যে ছিল আফগানিস্তানে নেওয়া এম-১৭ হেলিকপ্টার (১১টি), ৩০০ এর বেশি সুইচব্লেড ড্রোন, এবং ক্ষেপণাস্ত্র শনাক্তকারী রাডার। এসব অস্ত্রের চালান গত ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পৌঁছানোর কথা ছিল।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল