ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে যাওয়া দুই ব্রিটিশ নাগরিককে রাশিয়ার সেনারা আটক করেছে। এবার তাদের বিনিময়ে ইউক্রেনের হাতে আটক রাশিয়াপন্থি এক রাজনীতিবিদের মুক্তি দাবি করেছে মস্কো।
ব্রিটিশ যোদ্ধা শন পিনার ও অ্যাইডেন অ্যাসলিন এক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে, রাশিয়াপন্থি রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুকের মুক্তির বিনিময়ে তাদের মুক্ত করার আহ্বান জানিয়েছেন।
মারিওপোলে যুদ্ধ করা ব্রিটিশ যুবক অ্যাইডেন অ্যাসলিন আগেই তার পরিবারকে জানিয়েছিলেন, রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া তাদের আর কোনও উপায় নেই। কারণ, তাদের কাছে যুদ্ধ করার মতো কোনও অস্ত্রই আর অবশিষ্ট ছিল না।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল