গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের লাহোর সফর ‘ঠিকমতো’ সম্প্রচার করতে না পারায় দায়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির ১৭ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।
যদিও পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন বলছে, উন্নত ল্যাপটপের অভাবে ফাইল ট্রান্সফার প্রোটোকলে (এফটিপি) ভিডিও আপলোড করতে না পারায় শাহবাজের অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটে। পিটিভির লাহোর কেন্দ্র এই উন্নত ল্যাপটপ না থাকার কথা ইসলামাবাদ কেন্দ্রকে জানালেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। ডন তথ্য যাচাই করে এর সত্যতা পাওয়ার দাবিও করেছে।
ডন আরও দাবি করেছে, তাদের হাতে সেই ল্যাপটপ চেয়ে পাঠানো চিঠির একটা কপিও আছে।
আর বহিষ্কৃতরা বলছেন, ইমরান খানের সরকারের আমলে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল, তাই তারা সরকারপন্থীদের রোষাণলে পড়েছেন।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল