গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইতোমধ্যে দেখতে দেখতে দুই মাস পেরিয়ে গেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। তবে এই লড়াইয়ে নিজেদের সাধ্যমতো প্রতিরোধও গড়ে তুলেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেন। তবে এখনও যুদ্ধে শেষ হাসি কারা হাসবে তা স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে জাহাজভর্তি গ্রেনেড ‘উপহার’ দিলেন ইউরোপীয় দেশ স্পেনের রানী। সেই সঙ্গে একটি চিঠি। ওই চিঠিতে ইউক্রেনের সৈন্যদের বিজয় কামনা করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে স্পেন থেকে গ্রেনেড লঞ্চারের একটি চালানের সাথে পাঠানো দেশটির রানী লেটিসিয়ার নিজের হাতে লেখা ওই চিঠি। তাতে লেখা, “আমি আপনাদের বিজয় কামনা করি! ভালবাসার সাথে, লেটিসিয়া।”
জানা গেছে, স্পেনের বিখ্যাত সসেজ ও এই চিঠি-সহ জাহাজভর্তি গ্রেনেড ইতোমধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে। চিঠি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ইউক্রেনীয় সৈন্যরা বুঝে উঠতে পারেননি যে এটা স্প্যানিশ রানীর স্বাক্ষরিত চিঠি। সূত্র: ডেইলি স্টার ইউকে
বিডি প্রতিদিন/কালাম