পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গেল বৃহস্পতিবার সৌদি আরব সফরে গিয়েই তোপের মুখে পড়েন। তাকে দেখে মসজিদে নববীতেই চোর বলে স্লোগান দেয় একদল পাকিস্তানি। গত শুক্রবারই তাদের আটক করার কথা জানায় পাকিস্তানের সৌদি দূতাবাস।
একদিন পর গতকাল শনিবার সেই ঘটনা নিয়ে মুখ খোলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এই ঘটনাকে ‘জনপ্রতিক্রিয়া’ বলে আখ্যা দিয়েছেন। ইমরানের দাবি, এটা তাদের (শাহবাজদের) কাজের ফল।
ইমরানের প্রতিক্রিয়া দিন না পেরোতেই আজ রবিবার তিনিসহ ১৫০ জনের বিরুদ্ধে পাকিস্তানে মামলা হয়েছে। করাচির ফয়সালাবাদে ইমরানকে আসামি করে মামলাটি করেছেন মোহাম্মদ নাঈম নামের এক ব্যক্তি।
এ মামলায় ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ফাওয়াদ চৌধুরী, শাহবাজ গিল, কাসিম সুরিকেও আসামি করা হয়েছে।
সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল