ব্রিটিশ পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখা সংসদ সদস্য নিল প্যারিশ অবশেষে নিজের অপরাধ স্বীকার করে পদত্যাগ করেছেন। গতকাল শনিবার অভিযুক্ত নিল প্যারিশ বলেন, ‘তিনি ইচ্ছাকৃতভাবে তার মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখেছিলেন।’ এরপরই তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর সিএনএন ও বিবিসির।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে প্যারিশ স্বীকার করেছেন, দুইবার ওই কাজ করেছেন তিনি। যদিও আগে তদন্তের মুখে নিল প্যারিশ বলেছিলেন, “ভুল করে’ পর্নো ওয়েবসাইট খুলে থাকতে পারে। তদন্ত চললেও এমপি হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন তিনি।”
উল্লেখ্য, পার্লামেন্ট থাকা দু’জন সংসদ সদস্য অভিযুক্ত এমপি নিল প্যারিশ কিভাবে চেম্বার এবং কমিটিতে বসে পর্নোগ্রাফি দেখেছেন তার অভিযোগ নিয়ে টরি দলের চিফ হুইপের কাছে বিস্তর বর্ণনা দেন। ঘটনার সময় নাকি চেম্বারে ৫০-৬০ জন নারী সদস্যও উপস্থিত ছিলেন বলে তারা দাবি করে। পরে এ ঘটনা জানাজানি হলে আলোচনার সৃষ্টি হয়।
বিডি-প্রতিদিন/শফিক