মারিউপোল থেকে যারা ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত অঞ্চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাদের জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের (আইসিআরসি) প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। খবর বিবিসি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক সপ্তাহ অবরোধের পর বিস্তীর্ণ আজভস্টাল প্ল্যান্ট থেকে ৮০ জন বেসামরিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্য থেকে যারা ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত অঞ্চলে ইচ্ছা পোষণ করেন তাদের উক্ত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলের আজভস্টাল স্টিলওয়ার্ক থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। প্রথম ধাপে ১০০ জনের একটি দল ওই এলাকা ত্যাগ করেছেন।
তিনি আশা প্রকাশ করেছেন, আগামীকাল এই দলটি দেশটির জাপোরিঝিয়া শহরে পৌঁছাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর