ইউক্রেন রাশিয়া সংঘাতে ন্যাটোর হস্তক্ষেপ করার কোনও ইচ্ছে নেই বলে নিশ্চয়তা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু। আর যদি ন্যাটোভুক্ত কোনও দেশ এই সংঘাতে জড়ায় তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই তুর্কি কর্তা।
তিনি বলেন, ‘ন্যাটোর অবস্থান খুব পরিষ্কার। ইউক্রেন সংঘাতে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে এই জোটের নাই।’ আর কেউ সংঘাতে জড়ালে কী করবেন সে বিষয়ে কাভুসগলু বলেন, ‘কোন মিত্র (ন্যাটো সদস্য) যদি সামান্যতম আক্রমণও করে, তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে।’
তুরস্ক শুরু থেকে রাশিয়া ও ইউক্রেনের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষার চেষ্টা করে যাচ্ছে। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে ইস্তাম্বুলে সমঝোতা আলোচনার ব্যবস্থাও করেছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রশাসন। যদিও সেই আলোচনার খুব একটা অগ্রগতি নেই।
সূত্র: আরটি
বিডি প্রতিদিন/নাজমুল