সঙ্কটের ষোলো কলা পূর্ণ করা শ্রীলঙ্কার বর্তমান সরকার এখন অস্তিত্ব সঙ্কটে। অর্থনৈতিক সঙ্কটের কারণে দেশটিতে খাদ্যপণ্য থেকে জীবনরক্ষাকারী জরুরি ওষুধ কোনও কিছুই আর সাধারণ মানুষের নাগালে নেই। আছে তীব্র লোডশেডিং আর অন্ধকার ভবিষ্যতের হাতছানিও। এই পরিস্থিতি বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় বিক্ষোভ করছে হাজার হাজার শ্রীলঙ্কান।
এরমধ্যেই আগামী বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্ট অধিবেশন ডাকা হয়েছে। আসন্ন অধিবেশনে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে জানা গেছে। লঙ্কার প্রধান বিরোধী দল সমাগি জন বালাবেগায়া এসজেবি নেতা সাজিদ প্রেমাদাসা আগেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন।
এর আগে ১১ এপ্রিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ার অভিশংসন ও দেশটির সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের আবেদনে স্বাক্ষর করেছেন সাজিদ প্রেমাদাসা ও তার দল।
অভিশংসনের মুখে থাকলেও আবারও ওষুধের দাম বাড়িয়েছে শ্রীলঙ্কা সরকার। অ্যান্টি বায়োটিক, ব্যথানাশক ও হার্টের ওষুধের দাম ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এদিকে শ্রীলঙ্কার সেনসাস অ্যান্ড স্ট্যাটিসটিকসের বিবৃতি অনুযায়ী, চলতি এপ্রিলে ভোগ্যপণ্যের দাম আগের বছরের তুলনায় ২৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে। সবমিলিয়ে আসন্ন সংসদ অধিবেশন শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন মোড় নিয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও প্রেসিডেন্ট গোতাবায়া কোনোভাবেই নিজের পদ ছাড়তে রাজি নন। তার ভাই ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল