গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত ৫৫ লাখের বেশি নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে।
সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) পক্ষ থেকে বলা হয়েছে-ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫ লাখের বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে। তাদের বেশিরভাগই প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। দেশটি ৩০ লাখেরও বেশি লোককে স্বাগত জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন