পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।
বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানো হয়েছে।
দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানিয়েছেন, দোনেৎস্কে রুশ হামলায় অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।
গভর্নর জানান, ক্রামতোর্স্কের ট্রেন স্টেশনে রাশিয়ান রকেট হামলায় ৫৭ জন নিহত হওয়ার পর মঙ্গলবারের আঞ্চলিক মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন