পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ভিয়েনা সংলাপে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরে তার দেশের দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তবে একইসঙ্গে তিনি একথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে, চুক্তি করার ক্ষেত্রে নিজের রেড লাইনগুলো রক্ষা করবে ইরান।
মঙ্গলবার আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনির সঙ্গে এক টেলিফোনালাপে এ প্রত্যয় ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খবর-পার্সটুডের।
তিনি বলেন, ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি করার ক্ষেত্রে নিজের সদিচ্ছার প্রমাণ দিয়েছে ইরান। এখন এ বিষয়ে আমেরিকাকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।
আব্দুল্লাহিয়ান আইরিশ পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন, ভিয়েনায় যাতে একটি চুক্তি সই হতে পারে সেজন্য আয়ারল্যান্ড আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে এবং সেজন্য দেশটিকে ধন্যবাদ জানায় ইরান।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে তেহরান সফর করে ভিয়েনা সংলাপ নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন সাইমন কভেনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনালাপে আরো বলেন, “সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যে বেআইনি ও অন্যায় আচরণ করেছেন তা থেকে সরে এসে বর্তমান মার্কিন প্রশাসনকে এখন সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।”
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়াকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ বর্তমানে স্থগিত রয়েছে। তবে কূটনৈতিক চ্যানেলে ওই আলোচনা আবার শুরু করে একটি চূড়ান্ত চুক্তি সই করার চেষ্টা অব্যাহত রয়েছে। আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে এনে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করাই ভিয়েনা সংলাপের মূল লক্ষ্য।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন