অর্থনৈতিক সঙ্কটে অচলাবস্থা চলছে শ্রীলঙ্কায়, তার মাঝেই আজ বুধবার শুরু হয়েছে দেশটির সংসদের সঙ্কটকালীন অধিবেশন। দেশটির অন্যতম বিরোধী দল এসজেবি গতকাল মঙ্গলবারই স্পিকারের কাছে গোতাবায়া রাজাপাকসের সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব জমা দিয়েছে।
এসজেবি নেতা রনজিথ মাদ্দুমা বলেন, ‘আমরা স্পিকারের সাথে তার বাসায় দেখা করে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি। এর প্রথমটি সংবিধানের ৪২ ধারা অনুযায়ী প্রেসিডেন্ট ও তার সরকারের বিরুদ্ধে।’
যতদ্রুত সম্ভব এই অনাস্থা ভোট বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন রনজিথ। শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী অনাস্থা প্রস্তাবের বিষয়ে তর্ক-বিতর্কের অন্তত সাত দিন আগে সংসদে জানাতে হয়। তবে এই ভোট শেষ পর্যন্ত চূড়ন্ত রূপ পাবে কিনা তাও নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল