রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে মনোনিবেশ করছেন। কিন্তু সেখানেও তারা ইউক্রেনীয় সেনাদের শক্ত প্রতিরোধের মুখে পড়েছেন।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, খারকিভ অঞ্চলে রুশ সেনারা সামান্য অগ্রসর হতে সক্ষম হয়েছে। সেখানে তারা ব্যাপক চাপে আছে।
ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রবিবার জানিয়েছেন, রুশ সেনারা উত্তর উপকণ্ঠের সান্দ্রিহলোভ দখল করেছিল। দোনেতস্ক অঞ্চলের ইজিয়ুমের দক্ষিণ থেকে তারা হামলা করছে। শত্রু পক্ষ (রুশ সেনারা) হামলা অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, অন্য ফ্রন্টলাইনগুলোতে খুব সামান্য পরিবর্তন আছে। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল