২০ মে, ২০২২ ১৬:৫২

ইরানবিরোধী নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘ কর্মকর্তার আহ্বান

অনলাইন ডেস্ক

ইরানবিরোধী নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘ কর্মকর্তার আহ্বান

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এলনা দোহান ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করে খাদ্য, ওষুধ, পানি ও স্বাস্থ্য খাতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের এ কর্মকর্তা তার প্রতিবেদনে ইরানে ১২ দিনের সফর শেষে এক সংবাদ সম্মেলনে ইরানের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের তার আলোচনার বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে নিষেধাজ্ঞা অবসানের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, 'ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং সাধারণ পরিষদের দৃষ্টিতে অবৈধ এবং এর কোনো ব্যাখ্যা থাকতে পারে না। ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞার কারণে দেশটির মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে।'

জাতিসংঘের এ কর্মকর্তা আরো বলেছেন, ইরানের পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা, ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা, খাদ্য ও ওষুধ আমদানির ওপর নিষেধাজ্ঞার কারণে দেশটির সরকারের আয় কমে গেছে এবং জিনিসপত্রের মূল্য বেড়ে গেছে। ফলে ইরানের সাধারণ মানুষ এবং অভিবাসীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।-পার্সটুডে

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর