২১ মে, ২০২২ ০৯:০৩

যে বিষয়ে ইমরান খানের পক্ষ নিলেন বিলাওয়াল

অনলাইন ডেস্ক

যে বিষয়ে ইমরান খানের পক্ষ নিলেন বিলাওয়াল

বিলাওয়াল ভুট্টো জারদারি ও ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে ইউক্রেনে রুশ হামলা শুরুর দিনে ইমরান খান মস্কো সফরে গিয়ে নিজ দেশে প্রশ্নের মুখে পড়েছিলেন। অনেকেই মনে করেন, ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পেছনে এটা অন্যতম একটি কারণ।

পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এখন এ বিষয়ে ইমরান খানের পক্ষ নিয়ে বলেছেন, ইমরান খান ইউক্রেনে হামলা শুরুর বিষয়টি না জেনেই মস্কো সফরে গিয়েছিলেন। তাই তার এই সফরের জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া ঠিক হবে না। 

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিলাওয়াল ভুট্টো বর্তমান যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে তার কাছে ইমরান খানের ২৪ ফেব্রুয়ারি মস্কো সফর বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিলওয়াল ইমরান খানের রাশিয়া সফরের পক্ষে কথা বলেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর