২ জুলাই, ২০২২ ১২:৩২

মাঙ্কিপক্স: ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান

অনলাইন ডেস্ক

মাঙ্কিপক্স: ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান

ফাইল ছবি

গত দুই সপ্তাহে ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে।  এ তথ্য জানিয়েছে ইউরোপে এ রোগের বিস্তার রোধে শুক্রবার ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ‘ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আজ আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌড়ে আমাদের জিততে হলে এ ব্যাপারে জরুরি ও  সমন্বিত পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক।’

সূত্র: আলজাজিরা


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর