শিরোনাম
২ জুলাই, ২০২২ ১৫:৪৩

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবন উপভোগের পরামর্শ আবিষ্কারকের

অনলাইন ডেস্ক

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবন উপভোগের পরামর্শ আবিষ্কারকের

মার্টিন কুপার

মোবাইল ফোনের আবিষ্কারক মার্টিন কুপার এর অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবন উপভোগের পরামর্শ দিয়েছেন। বিবিসি ব্রেকফাস্ট-এ অংশ নিয়ে তিনি জানিয়েছেন, নিজের সময়ের পাঁচ শতাংশেরও কম সময় মোবাইলে ব্যয় করেছেন।

৯৩ বছর বয়সী মার্টিন কুপার ১৯৭৩ সালে বিশ্বের প্রথম ওয়্যারলেস সেলুলার ডিভাইস—মটোরোলা ডায়নাটিএসি ৮০০০এক্স—তৈরি করেন।

সাক্ষাৎকারে- যারা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনের পেছনে ব্যয় করেন, তাদের জন্য কী পরামর্শ দেবেন এমন  প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের উচিত ফোন হাত থেকে নামিয়ে রেখে জীবনটাকে একটু উপভোগ করা।

সাক্ষাৎকার গ্রহণকারী জেইন ম্যাককাবিন তাকে প্রশ্ন করেন, আমার মতো যারা দিনে পাঁচ ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করে, তাদের কী বলবেন? কুপার বিস্ময় প্রকাশ করে বলেন,সত্যিই আপনি দিনে পাঁচ ঘণ্টা সময় দেন। তারপর হেসে বলেন, জীবনটাকে একটু উপভোগ করুন। সূত্র: ইন্ডিয়াটাইমস

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর