২ জুলাই, ২০২২ ২৩:৪০

মণিপুরে ভূমিধস : ধ্বংসস্তূপে আটকে আছে আরও ৫৫

অনলাইন ডেস্ক

মণিপুরে ভূমিধস : ধ্বংসস্তূপে আটকে আছে আরও ৫৫

সংগৃহীত ছবি

ভারতের মণিপুরে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। এঘটনায় এখনো অর্ধশত মানুষ নিখোঁজ রয়েছে। মৃতদের মধ্যে প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন।

শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মৃতদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। মৃতদেহগুলো উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে।

উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা জওয়ানদের পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। 

ভারতীয় সেনাবাহিনী বলেছে, ‘টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ২৯ জন বাসিন্দাও। তাদের উদ্ধারে কাজ চলছে।’

গত বৃহস্পতিবার পশ্চিম মণিপুরের নোনি জেলার টুপুল রেল স্টেশনের কাছে ধস নামে। সেখানেই ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ছিল।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর