শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রণিল বিক্রমাসিংহে। নির্বাচিত হওয়ার পর ৭৩ বছর বয়সী রণিল বলেন, ‘দেশ খুবই কঠিন পরিস্থিতিতে আছে। অনেক বড় চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে।’
গোতাবায়া রাজাপক্ষের সরকারে রণিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মোট ছয়বার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন রণিল। গোতাবায়া পদত্যাগ করার পর রণিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দায়িত্বও পালন করেন।
প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিক্রমাসিংহে মোট ১৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট।