ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে ১০০ কোটি ( ১ বিলিয়ন) ইউরো সহায়তা পাঠিয়েছে। রাশিয়ার আক্রমণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইইউ এই সহায়তা পাঠাল।
ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শিমহাল সহায়তা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এক টেলিগ্রামবার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের জন্য ১ বিলিয়ন ইউরো বৃহৎ ৯ বিলিয়ন সহায়তা প্যাকেজের অংশ। বাজেটের চাহিদা মেটাতে এই অর্থ ব্যবহার করা হবে।
দেনিস শিমহাল বলেন, কিয়েভের সেন্ট্রাল ব্যাংক ইতোমধ্যে ৫০ কোটি ইউরো পেয়েছে। বাকি ৫০ কোটি সোমবার পৌঁছাবে।
বিডিপ্রতিদিন/কবিরুল