গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর পর এবার অবরুদ্ধ পশ্চিম তীর থেকে ১৯ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির দাবি গ্রেফতারকৃতদের সবাই ফিলিস্তিনের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।
ইসরায়েলের চালানো হামলায় এক শিশু ও পিআইজে নেতা তাইসির জাবারিসহ মোট ১১ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের দাবি, হুমকি মোকাবেলায় তাৎক্ষণিক এই অভিযান চালানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, গাজা থেকে বেশ বেশ কয়েকটি রকেট রাতভর ইসরায়েলি ভূখণ্ডে ছোড়া হয়।
পিআইজেকে লক্ষ্যবস্তুতে হামলা চালালেও এখন গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের লক্ষ্যবস্তু বানায়নি ইসরায়েল। এখন পর্যন্ত হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বিমান হামলার পাল্টা কোন ব্যবস্থা নেওয়ার ঘোষণা আসেনি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল