১৯ আগস্ট, ২০২২ ১৭:১৩

রাশিয়ার হাতে পরমাণু কেন্দ্র, চেরনোবিল হবে না গ্যারান্টি: মস্কো

অনলাইন ডেস্ক

রাশিয়ার হাতে পরমাণু কেন্দ্র, চেরনোবিল হবে না গ্যারান্টি: মস্কো

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে রুশ সেনাদের উপস্থিতির অর্থ- সেখানে চেরনোবিলের মতো ঘটনা ঘটবে না নিশ্চিত।

ইউক্রেনে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র জাপোরিঝিয়া চলতি বছরের মার্চে দখলে নেয় রাশিয়া। স্থাপনা ঘিরে উভয়পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। এ নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের নেতারা সতর্ক করেছেন।

বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লেভিভে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এরদোগান ও আন্তোনিও গুতেরেস। বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি চেরনোবিল চাই না। আমরা একটা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক স্থাপনা ঘিরে বর্তমান যে পরিস্থিতি তা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। স্থাপনা থেকে সামরিক সদস্যদের বের করে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের অবশ্যই এ কথা মনে রাখতে হবে যে, জাপোরিঝিয়ার যে কোনো ক্ষতিই হবে আত্মঘাতী।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর