তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সিরিয়ার সঙ্গে সংলাপ হতে পারে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এরদোগানের এমন কথা বলার অর্থ, আঙ্কারা তার দক্ষিণ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিতে প্রস্তুত।
শুক্রবার এক বক্তৃতায় এরদোগান বলেন, সিরিয়া নিয়ে নতুন করে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দুই দেশের মধ্যে কূটনীতি একেবারে ছিন্ন করা ঠিক হবে না।
সম্প্রতি সিরিয়ায় সামরিক অভিযানের ঘোষণা দেয় তুরস্ক। সিরিয়া সরকারের আশঙ্কা, তুরস্ক তাদের আরও এলাকার নিয়ন্ত্রণ নেবে।
তবে এরদোগান স্পষ্ট করে বলেছেন, সিরিয়ার অঞ্চল দখলের কোনো ইচ্ছা তুরস্কের নেই।
উল্লেখ্য, সিরিয়ার উত্তরে বিস্তৃত অঞ্চল তুরস্কের দখলে। সিরিয়ায় অবস্থান করা কুর্দি বিদ্রোহীদের (ওয়াইপিজে নামে পরিচিত) টার্গেট করে অভিযান চালায় তুরস্ক। আঙ্কারা তাদেরকে সন্ত্রাসী মনে করে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও কুর্দি সশস্ত্র এই গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকায় রেখেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল