রাশিয়া ইউরোপে তাদের গ্যাস সরবরাহকারী প্রধান পাইপলাইন চালু করছে না এমন ঘোষণার পরই বাড়ছে গ্যাসের দাম।
এই খবরের পরই ৩০ শতাংশ বেড়েছে গ্যাসের হোলসেল (পাইকারি) দাম। শনিবার নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন তিন দিন বন্ধ থাকার পর আবারও চালু করা হয়। তবে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গাজপ্রম জানিয়েছে এই লাইনে তারা একটি ছিদ্র (লিক) খুঁজে পেয়েছে তারা। ফলে গ্যাস সরবরাহে বিঘ্ন হচ্ছে।
ইউরোপিয়ানদের অভিযোগ, গ্যাস সরবরাহ চালু আর বন্ধ করা দিয়ে ইউরোপকে ব্ল্যাকমেইল করছে রাশিয়া। যদিও মস্কো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
ক্রেমলিনের মুখপাত্র সোমবার জানিয়েছেন, ‘আমাদের দেশ ও কয়েকটি কোম্পানির বিরুদ্ধে দেওয়া জার্মানি-যুক্তরাজ্যসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণেই গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এছাড়া গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটার আর কোন কারণ নেই।’ রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যুক্তরাজ্যেও গ্যাসের দাম বেড়েছে ৩৫ শতাংশ। আসন্ন শীতকালে এই সঙ্কট আরও বাড়তে পারে বলেই শঙ্কা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল