ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তিনি রাশিয়ার দখল করে অঞ্চল মুক্ত করা নিয়ে কথা বলেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এমন এক সময় জেলেনস্কি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন যখন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন থেকে দখল করা চার অঞ্চল রুশ ফেডারেশনের সঙ্গে যুক্তের ঘোষণা দিতে যাচ্ছেন।
এক টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি বলেছেন, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে রাশিয়ার দখল করা অঞ্চল স্বাধীন করার আলোচনা ছাড়াও সশস্ত্র বাহিনীতে অস্ত্র সরবরাহ নিয়ে কথা বলেছেন তিনি। এছাড়া মাসব্যাপী রাশিয়ার আক্রমণ পরিকল্পনা নিয়েও কথা বলেন তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল