সংস্কৃত বইয়ের ভাষা, পণ্ডিতদের ভাষা। বাস্তবে এ ভাষা মৃতই বলা যায়। তবে ব্যতিক্রম ভারতের আসামের একটি ছোট্ট গ্রাম। এই অপ্রচলিত ভাষাই সেখানে প্রচলিত।
আসামের করিমগঞ্জের পাতিআলা গ্রামের বাসিন্দারা ২০১৫ সাল থেকে সংস্কৃত ভাষায় কথা বলার চর্চা করে আসছে। বর্তমানে ওই গ্রামের ৬০ পরিবারের সবাই সংস্কৃত ভাষায় কথা বলে।
শিশুরাও বেড়ে উঠছে এই কষ্টসাধ্য ভাষা আয়ত্ত করে।
৬০ পরিবারের ৩০০ মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে বেশ খুশি। এই গ্রামের বাসিন্দারা তাদের পরবর্তী প্রজন্মও যেন সংস্কৃত ভাষায় কথা বলে, সেই চেষ্টা করে যাচ্ছেন, উৎসাহ দিচ্ছেন।
দ্বীপনাথ নামের এক বাসিন্দা জানান, ‘এটা ছিল ২০১৫ সাল যখন আমাদের গ্রামে সংস্কৃত শিবির গঠন করা হয়। তখন থেকে আমরা সংস্কৃততে কথা বলতে শিখেছি, এখন সবাই এই ভাষায় কথা বলে। আমাদের এখানে ৬০টি পরিবার আছে। তাদের শিশুসহ সবাই এখন যোগাযোগে এই প্রাচীন ভাষা ব্যবহার করছে।’
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল