জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ইউক্রেন পুনর্নির্মাণ করতে একপ্রজন্ম লেগে যাবে। কোনো নির্দিষ্ট দেশ, দাতা (ডোনার) কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থা একা এটা করতে পারবে না।
সোমবার জার্মানিতে এক ব্যবসায়ীক ফোরামে অংশ নিয়ে ওলাফ শলৎস এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ইউক্রেনের ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
আগামীকাল মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী কমিশনের প্রধানের সঙ্গে জার্মান চ্যান্সেলরের ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ে এক সমাবেশে উপস্থাপন করার কথা রয়েছে। তার আগের দিন ওলাফ শলৎস এই মন্তব্য করলেন।
ওলাফ শলৎস বলেন, ধ্বংস হওয়া বিদ্যুৎ স্থাপনা এবং নেটওয়ার্ক পুনর্নির্মাণ করা শুধু গুরুত্বপূর্ণ নয়, এগুলো আরও কার্যকর করতে হবে। এমনভাবে সম্প্রসারণ করতে হবে যেন ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করা যায়।
জার্মান চ্যান্সেলর তার বক্তব্যে গত জুনে ইউক্রেনের ‘ইউরোপীয় ইউনিয়নের পদপ্রার্থী রাষ্ট্র’ করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।
ওলাফ শলৎস বলেন, এটা বেসরকারি (প্রাইভেট) বিনিয়োগকারীদের একটি সংকেত দিয়েছে। তা হলো- যারা আজ ইউক্রেনের পুনর্নির্মাণে বিনিয়োগ করবে তারা একটি ভবিষ্যৎ ইইউ দেশে বিনিয়োগ করছে। এটা ইউরোপের বৈধ কমিউনিটি এবং সিঙ্গেল মার্কেট হবে বলেও মন্তব্য করেন তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। যুদ্ধে ইউক্রেন বিধ্বস্ত অঞ্চলে পরিণত হয়েছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/করিবরুল