চলতি সপ্তাহের শুরু থেকে ডার্টি বোমা’ নিয়ে কথা বলছে রাশিয়া। গত রবিবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন। যুদ্ধে কিয়েভ ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলে মস্কোর আশঙ্কার কথা প্রকাশ করেন তিনি। যদিও রাশিয়ার এমন দাবির সমর্থনে কোনো প্রমাণ দেননি শইগু।
তবে রাশিয়ার দাবি নাকচ করে নিন্দা জানিয়েছে কিয়েভ। ইউক্রেন বলছে, এটি অপ্রমাণিত দাবি। আসলে রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররাও রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে।
বুধবার সাবেক সোভিয়েতভুক্ত কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ডার্টি বোমা নিয়ে কথা বলেন। পুতিন বলেন, ইউক্রেনের ডার্টি বোমা ব্যবহারের বিষয়ে রাশিয়া সজাগ আছে।
পুতিন আরও বলেন, এই অঞ্চলসহ বিশ্বে সংঘাতের ঝুঁকি সর্বাধিক। সে কারণে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো উচিত।
উল্লেখ্য, ‘ডার্টি বোমা’ হলো ‘রেডিয়োলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস’ (আরডিডি)। এগুলো আসলে সাধারণ বোমা। কিন্তু এর বিস্ফোরকের সঙ্গে মেশানো থাকে তেজস্ক্রিয় পদার্থ। ফলে মানুষের দেহে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা থাকে। এ বোমা ব্যবহারে সামগ্রিকভাবে দূষিত হয়ে ওঠে পরিবেশ।
বিডিপ্রতিদিন/কবিরুল