ক্রিমিয়ার নৌঘাঁটিতে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। আর সেই হামলায় মদদ ও সাহায্য দিয়েছে যুক্তরাজ্য সেই দাবিও করেছে মস্কো।
এবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, কৃষ্ণসাগরের নৌবহরে যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে তার যন্ত্রাংশ কানাডায় তৈরি।
মন্ত্রণালয়টি জানিয়েছে, ১৬টি ইউক্রেনীয় ড্রোন শনিবার ক্রিমিয়ার রুশ নৌবহরে এই হামলা চালায়। এই হামলা ভন্ডুল করে দেওয়ার দাবিও করেছে মস্কো।
রুশ মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার সামরিক বাহিনীর পরীক্ষা-নিরীক্ষা দেখা গেছে ওই ড্রোনে কানাডায় তৈরি নেভিগেশন মডিউল ব্যবহার করা হয়েছে। তবে এই ড্রোনের কোনো নাম ছিল না।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সব তথ্য ঘেঁটে দেখা গেছে ইউক্রেনের ওডেসা উপকূলীয় এলাকা থেকে এই ড্রোন হামলা চালানো হয়েছে।
আর এই হামলার জের ধরেই নিরাপদ শস্য রপ্তানি করিডোর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। ফলে ইউক্রেনের শস্য সাগর পথে বিদেশে রপ্তানি করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল