আগামীকাল ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন শুরু হতে যাচ্ছে। জি-২০ কী এটা নিয়ে একটি খবর প্রকাশ করেছে বিবিসি। বাংলাদেশ প্রতিদিন-এর পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো।
জি-২০ বা গ্রুপ টোয়েন্টি হলো দেশগুলোর একটি ক্লাব যার নেতারা বৈশ্বিক অর্থনীতির পরিকল্পনা করতে সমবেত হন। ক্রমবর্ধমানহারে এখন তারা জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করে থাকেন। জি-২০ দেশগুলোতে বিশ্বের ৮৫ শতাংশ অর্থনৈতিক উৎপাদন হয়ে থাকে এবং ৭৫ শতাংশ বৈশ্বিক ব্যবসায় তাদের অবদান। বিশ্বের দুই তৃতীয়াংশ জনসংখ্যা এই দেশগুলোর নাগরিক।
জি-২০ এর সদস্য হলো ইউরোপীয় ইউনিয়ন এবং ১৯টি দেশ। দেশগুলো হলো- আর্জেন্টিনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি,জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। জি-২০তে স্পেনকে সর্বদা আমন্ত্রণ করা হয়ে থাকে।
জি-২০ সম্মেলনের ফাঁকে দেশগুলোর নেতারা ওয়ান টু-ওয়ান সাক্ষাৎ করে থাকেন। যেমন সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ বছরের বেশি সময় পর সরাসরি বৈঠকে মিলিত হয়েছেন। এটা উন্নয়ন সংক্রান্ত গ্রুপ হলেও এ বছর ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্মেলনে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল