ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে গত রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেছেন, ৫১ দিনের মধ্যে এই প্রথম ইউক্রেনের রাজধানীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হলো।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, দেশটির মধ্যাঞ্চলের উমান শহরের একাধিক আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। আহত নয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক মানুষের হতাহত হওয়ার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের শহরে রাশিয়ার হামলা সকল শান্তি উদ্যোগের প্রতি মস্কোর জবাব।
ইউক্রেনের কর্মকর্তারা এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ২৩টির মধ্যে ২১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া দুটি ড্রোনও ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই বছরের শিশুসহ ঘুমের ভেতর থাকা নিষ্পাপ মানুষ নিহত হয়েছে। সকল শান্তি উদ্যোগের প্রতি এটা রাশিয়ার প্রতিক্রিয়া। ইউক্রেনের মন্ত্রণালয় আরও বলেছে, শান্তির পথ হলো ইউক্রেন থেকে রাশিয়াকে বের করে দেওয়া, শান্তির পথ হলো ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সহায়তা দেওয়া। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল