১৯ মে, ২০২৩ ২১:২৭

অভিবাসীদের কপাল খুলবে জার্মানির নতুন নাগরিকত্ব আইনে?

অনলাইন ডেস্ক

অভিবাসীদের কপাল খুলবে জার্মানির নতুন নাগরিকত্ব আইনে?

জার্মানির নতুন নাগরিকত্ব আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। যেখানে নাগরিকত্বের জন্য আবেদন করার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। অভিবাসন ও চাকরির বাজার প্রসারিত করতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বার্লিন।

খসড়ায় বহুমুখী নাগরিকত্বের সুযোগও রাখা হয়েছে। এছাড়া নাগরিকত্বের জন্য আগে যে আট বছর দেশটিতে বসবাস করতেই হবে এমন শর্ত ছিল। সেই সময়সীমাও কমিয়ে আনছে জার্মানি। এখন পাঁচ অথবা তিন বছর বসবাসের প্রমাণ থাকতে হবে এমন বিধানই করা হবে।

তাছাড়া জার্মান ভাষা জানতে হবে নাগরিকত্ব পেতে, সেই নিয়মও কিছু ক্ষেত্রে বাতিল করা হচ্ছে।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা এমন মানুষ চাই যারা আমাদের সমাজের অংশ হয়ে দেশের গণতন্ত্রকে ভালো আকার দিতে সক্ষম হবে।’

তবে জার্মানির নাগরিকত্ব পেতে বিশেষ দক্ষতার প্রয়োজন পড়বে, যেমনটা বর্তমানে চেয়ে থাকে কানাডা। 

 

সূত্র: রয়টার্স

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর