ঘটনাটি ভারতের। সেখানে এক ফ্লাইটের যাত্রী মোবাইল ফোনে প্লেন ‘হাইজ্যাকিং’ নিয়ে কারও সঙ্গে আলোচনা করায় তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, মুম্বাই থেকে দিল্লিগামী ভিস্তারা প্লেনে টিকিট ছিল ওই ব্যক্তির। বিমানবন্দরে কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। সেই সময় ভিস্তারার এক কর্মীর (ক্রু) কানে যায়, ওই যাত্রী কারও সঙ্গে ‘হাইজ্যাকিং’ নিয়ে কথা বলছেন। তা শুনেই দ্রুত ওই কর্মী কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পুলিশকে সতর্ক করা হয়।
এরপরেই পুলিশ এফআইআর দায়ের করে ওই যাত্রীকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ। ২০২১ সাল থেকেই তিনি মানসিক রোগের চিকিৎসা করাচ্ছেন।
এ মাসের শুরুতেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল এই মুম্বাই বিমানবন্দরেই। কলকাতাগামী বিমানের এক যাত্রী আচমকাই দাবি করে বসেন, তার ব্যাগে বোমা রয়েছে। তা নিয়ে হুলস্থুল পড়ে যায় বিমানবন্দরে। শেষ পর্যন্ত ওই মহিলা যাত্রীকে গ্রেফতার করে পুলিশ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক