ইউক্রেনের কুপিয়ানস্ক এলাকায় ১ লাখের বেশি সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। কুপিয়ানস্ক শহরটি ইউক্রেনের কৌশলগত খারকিভে অবস্থিত।
সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক উপ-কমান্ডার সেরহি চেরেভাতি বলেছেন, তাদের প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দিতে রাশিয়া বিপুল পরিমাণ এই সেনা মোতায়েন করেছে।
এক বিবৃতিতে ইউক্রেনের এই উপ-কমান্ডার বলেছেন, শত্রুরা লিম্যান-কুপিয়ানস্কের দিকে বড় ধরনের সমাবেশ ঘটিয়েছে। সেখানে এক লাখ সদস্য, ৯০০ ট্যাংক এবং ৩৭০টি এমএলআরএস রয়েছে। এছাড়াও মোটরচালিত পদাতিক ইউনিটও মোতায়েন করেছে। অতিরিক্ত সহায়তা হিসেবে রিজার্ভ ও আঞ্চলিক সেনা এবং স্টর্ম জেড কোম্পানি রয়েছে।
সেরহি চেরেভাতি জানান, রাশিয়ার যেকোনো আগ্রাসী পরিকল্পনা বা আক্রমণ পণ্ড করে দিতে প্রস্তুত কিয়েভ। কিন্তু রুশ বাহিনী প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দিতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
তার বক্তব্য, ইউক্রেনের দোনেস্কের বাখমুত শহরের চারপাশে কিয়েভের যোদ্ধারা অগ্রসর হওয়ায় চাপে পড়ে গেছে রাশিয়া। ফলে কিছু অর্জন দেখাতে তাদের এই প্রচেষ্টা।
ইউক্রেনের এই কমান্ডার বলেন, কিছুটা হলেও দেখাতে হবে শত্রুদের। তারা এখন এই এলাকায় সর্বোচ্চ চেষ্টা চালাবে। রুশ বাহিনী বাখমুতে প্রত্যাশা অনুযায়ী সফলতা থেকে পিছিয়ে। কারণ তাদের হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কিন্তু আমাদের জনগণ ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছি, যা যা করণীয় করছি। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল