ইরানের হুঁশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরীয় এলাকায় এফ-৩৫ জঙ্গি বিমান মোতায়েন করছে আমেরিকা।
গতকাল সোমবার মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন এ ঘোষণা দিয়েছে।
পেন্টাগন বলেছে, আমেরিকার সেনা উপস্থিতি বাড়ানোর জন্য বাড়তি জঙ্গিবিমান এবং জাহাজ পাঠানো হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করার ব্যাপারে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও আমেরিকা এই ঘোষণা দিল।
প্রেস ব্রিফিংয়ে পেন্টাগনের সহকারী প্রেস সেক্রেটারি সাবরিনা সিং দাবি করেন, ইরানকে মোকাবেলার জন্য আমেরিকা এই ব্যবস্থা নিচ্ছে। এ সময় তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলে চলতি মাসের গোড়ার দিকে বিভিন্ন ধরনের ঘটনার কথা উল্লেখ করেন।
সূত্র : সিএনএন।
বিডি-প্রতিদিন/বাজিত