ইউক্রেন ও রাশিয়া আজ সোমবারও একদফা বন্দী বিনিময় করেছে। এবারের সমঝোতায় কারাগার থেকে বাড়ি ফিরেছে ইউক্রেনের ২২ সেনা।
সোমবার ইউক্রেন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্তির কার্যালয় জানিয়েছে, এই মুক্তি পাওয়া সেনাদের মধ্যে দুই জন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। সম্মুখ সমরে তাদের অনেকেই আহত হয়েছিলেন।
এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/নাজমুল