রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে গিয়ে ইউক্রেনের দুই কমান্ডো নিহত হয়েছেন। আটক হয়েছেন আরও অন্তত পাঁচজন। এই আটক পাঁচজনের মধ্যে অন্তত তিনজন আহত হয়েছেন।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি’র প্রেস সার্ভিস জানিয়েছে, ইউক্রেনের একটি কমান্ডো দল ব্রায়নস্ক অঞ্চলে হামলা চালাতে গেলে তাদেরকে রাশিয়ার নিরাপত্তা বাহিনী বাধা দেয়।
এসময় দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়। এতে ইউক্রেনের দুই কমান্ডো নিহত এবং তিনজন আহত হয়। বুধবার এই সংঘাত হয়েছে বলে এফএসবি জানিয়েছে।
ব্রায়নস্ক অঞ্চলের সংঘাতে ইউক্রেনের যেসব কমান্ডো হতাহত হয়েছেন তারা দেশটির সামরিক গোয়েন্দা ও স্পেশাল অপারেশন্স কমান্ডের সদস্য। আটক কমান্ডো সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উন্নত অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে যার বেশিরভাগই আমেরিকায় নির্মিত। এসব আগ্নেয়াস্ত্রে সাইলেন্সার লাগানো রয়েছে পাশাপাশি এগুলোতে অত্যন্ত শক্তিশালী গোলা ব্যবহার করা যায়।
কমান্ডোদের কাছ থেকে নাইট ভিশন গিয়ার এবং ন্যাটো বাহিনীতে ব্যবহার করা হয় এমন গ্রেনেড ও বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এফএসবি একটি ভিডিও প্রকাশ করেছে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম