থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার আট বছরের সাজা কমিয়ে এক বছর করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। স্বেচ্ছা নির্বাসনে ১৫ বছর বিদেশে থাকার পর গত ২২ আগস্ট দেশে ফিরেই গ্রেপ্তার হন ৭৪ বছর বয়সী থাকসিন। তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। চলতি সপ্তাহের শুরুতে তিনি রাজকীয় ক্ষমার আবেদন করেন। খবর রয়টার্সের।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, থাকসিন সিনাওয়াত্রার কারাদণ্ড কমানোর ব্যাপারে একটি রাজকীয় গ্যাজেট প্রকাশ করা হয়েছে। রাজকীয় গ্যাজেটে বলা হয়েছে, ‘থাকসিন তার অপরাধ স্বীকার করেছেন এবং এজন্য অনুশোচনা প্রকাশ করেছেন। এছাড়া এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ ছিলেন।
এই ধনকুবের দু’বার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০৬ সালের সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তিনি স্ব-নির্বাসনে যান। দীর্ঘ ১৫ বছর পর গত সপ্তাহে দেশে ফেরার সাথে সাথেই গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তাকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক