নিউজার্সিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জেরুজালেম পোস্ট খবর প্রকাশ করেছে।
স্থানীয় নিউজ আউটলেটগুলি নিউজার্সির দক্ষিণ ব্রান্সউইকে দুর্ঘটনার সময় এবং অবস্থান নিশ্চিত করেছে। তবে তারা পাইলোর নাম বা নাগরিকত্ব নিশ্চিত করেনি।
সিবিএস নিউইয়র্ক এর খবর অনুসারে, কর্মকর্তারা বলেন, বিকাল ৩:২০ মিনিটের দিকে, একটি রেডিও ট্রান্সমিশন এবং ৯১১ -এ বেশ কয়েকটি কল আসে। তাতে বলা হয়, একটি হেলিকপ্টার এলোমেলোভাবে উড়ছে এবং নিচে নেমে যাচ্ছে।
হেলিকপ্টারটি ছিল একটি এক আসন এবং একক ইঞ্জিন বিশিষ্ট রবিনসন আর ২২ ( R-22)। পরে হেলিকপ্টারটি কার্নেগি লেকের কাছে ডেলাওয়্যার এবং রারিটান খালে বিধ্বস্ত হয়। এবিসি ৭ নিউইয়র্ক জানিয়েছে, প্রথম সাড়াদানকারী কল পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু তারা পৌঁছানোর সময় পাইলট ইতিমধ্যেই মারা গিয়েছিলেন এবং হেলিকপ্টারটি পানিতে বিধ্বস্ত হয়ে পানির নিচে চলে যায়।
ঘটনাস্থলে পৌঁছানো ব্যক্তিরা পাইলটের ওপর সিপিআর প্রয়োগ করে কিন্তু কোনো লাভ হয়নি। খবরে বলা হয়েছে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনাটি তদন্ত করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল