ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান বলেছেন, মঙ্গলবার রাশিয়ার শহর পসকভের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলাটি রাশিয়ার অভ্যন্তর থেকেই করা হয়েছিল।
কিরিলো বুদানভ বলেন, দুটি ইলিউশিন কার্গো বিমান ধ্বংস হয়েছে এবং দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও রাশিয়া বলছে, চারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বুদানভ এই হামলাটি ইউক্রেনীয় নাকি রাশিয়ান কোনো এজেন্ট (অপারেটিভ) চালিয়েছে তা বলেননি।
এখন প্রায় প্রতিদিনই রাশিয়ার ওপর ইউক্রেনের ড্রোন হামলা ঘটছে। ইতিমধ্যে পসকভ হামলার কথা স্বীকার করেছে ইউক্রেন। বুদানভের মন্তব্যে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে ওই হামলা হয়েছে এমন জল্পনার অবসান ঘটলো।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের তৈরি একটি অস্ত্র রাশিয়ায় ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইউক্রেনীয় সীমান্ত থেকে পসকভ প্রায় ৫০০ কিলোমিটার দূরে।
ইউক্রেনের গোয়েন্দা প্রধান বলেন, ‘আমরা রাশিয়ার ভূখণ্ড থেকে কাজ করছি। বৃহস্পতিবার ওয়ার জোন ওয়েবসাইটকে বুদানভ কী ধরনের বা কী পরিমাণ ড্রোন ব্যবহার করে হামলা করা হয়েছে তা উল্লেখ করেননি।’
তিনি বলেন, ড্রোনগুলো বিমানের শীর্ষ নিশানা করে। জ্বালানি ট্যাঙ্কের অবস্থান এবং উইং স্পারের একটি গুরুত্বপূর্ণ অংশে হামলা করে। রাশিয়া বলেছে, ইউক্রেনের এই হামলা শাস্তি এড়াতে পারবে না। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল