রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেন ও অন্যান্য ইস্যুতে মস্কোর অবস্থান প্রতিফলিত না হলে রাশিয়া জি-২০ শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বাধা দেবে।
মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সে লাভরভ বলেন, ‘আমাদের অবস্থান প্রতিফলিত না হলে সব সদস্যের পক্ষ থেকে কোনো সাধারণ ঘোষণা দেয়া হবে না।’
তিনি আরও বলেন, শীর্ষ সম্মেলনের প্রস্তুতির সময় পশ্চিমারা ইউক্রেনের বিষয়টি উত্থাপন করেছিল। এটার জবাবে রাশিয়া বলেছিল যে ‘ ইউক্রেন বিষয়টি আমাদের জন্য বন্ধ হয়ে গেছ’।
ল্যাভরভ ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শীর্ষস্থানীয় শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলির জি-২০ (জি-২০) সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল