বেশ কয়েকজন সুইডিশ আইনপ্রণেতা শুক্রবার বলেছেন যে, তারা এ বছরের নোবেল পুরস্কারের অনুষ্ঠান বয়কট করবেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মর্যাদাপূর্ণ পুরষ্কার পরিচালনাকারী প্রাইভেট ফাউন্ডেশনটি নীতি পরিবর্তন করে এ বছর রাশিয়া ছাড়াও বেলারুশ ও ইরানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিক্রিয়ায় সুইডিশ আইনপ্রণেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, সুইডেন এবং নরওয়েতে কূটনৈতিক মিশন থাকা সব দেশকে ২০২৩- নোবেল ইভেন্টের জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে। এর কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলেছে, নোবেল পুরস্কারের গুরুত্বপূর্ণ বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ প্রমোট করতে চান তারা।তবে রাশিয়া, বেলারুশ ও ইরানকে ইতিমধ্যে আমন্ত্রণ পাঠানো হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ভিদার হেলগেসেন শুক্রবার এক বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী এমন একটি প্রবণতা রয়েছে যেখানে ‘ভিন্ন মতের লোকদের মধ্যে সংলাপ হ্রাস করা হচ্ছে।’ তিনি বলেন, আমরা এখন নোবেল পুরস্কার উদযাপন এবং মুক্ত বিজ্ঞান, মুক্ত সংস্কৃতি এবং মুক্ত, শান্তিপূর্ণ সমাজের গুরুত্ব বোঝার জন্য আমাদের আমন্ত্রণকে আরও বিস্তৃত করছি।
বিডিপ্রতিদিন/কবিরুল