ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কৃষ্ণ সাগরের শস্য চুক্তি স্থগিত রয়েছে এবং এটি পুনরায় চালু করার বিষয়ে কোনও অগ্রগতি হয়নি।
গত বছর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর থেকে শস্য ও অন্যান্য খাদ্যদ্রব্য নিরাপদে পরিবহনের চুক্তি হয়।
রাশিয়ার নিজস্ব শস্য ও সার রফতানি নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে পশ্চিমা দেশগুলো ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে গত জুলাইয়ে মস্কো এই চুক্তি থেকে বেরিয়ে আসে।তুরস্ক ও জাতিসংঘ এখন পর্যন্ত রাশিয়াকে এই চুক্তিতে পুনরায় যোগ দিতে রাজি করাতে পারেনি। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল